ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভূমিকম্পে আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন রাজধানীবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
ভূমিকম্পে আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন রাজধানীবাসী ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভূমিকম্প অনুভূত হওয়ায় সোমবার (০৪ জানুয়ারি) ভোররাতেই রাস্তায় নেমে এসেছেন রাজধানীবাসী। বাসভবনের আশপাশের খোলা জায়গায় অবস্থান নিয়েছেন তারা।



সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা ৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। কয়েক সেকেণ্ড ধরে ভূমকম্প অব্যাহত থাকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭।

রাজধানী ছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকেও ভূমিকম্পে কেঁপে ওঠার খবর জানিয়েছেন বাংলানিউজের স্টাফ, ব্যুরো ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টরা। এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা দেলোয়ার জাহান বাংলানিউজকে জানান, হঠাৎ ভূমিকম্পে ঘুম ভেঙে যায়। এলাকার অধিকাংশ ভবন থেকে মানুষ তখন রাস্তায় নেমে এসেছেন।

নাজিম রোডের বাসিন্দা শুভ জানান, ভূমিকম্পের পরপরই আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে এসেছেন। পুরোন ঢাকা বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ভজন কুমার সরকার বাংলানিউজকে জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পর থেকে এখনো কোথাও থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
এনএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।