ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চৌদ্দগ্রামে এলপি গ্যাস স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
চৌদ্দগ্রামে এলপি গ্যাস স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ‍একটি এলপি গ্যাস রিফিল স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।



সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিম এলাকায় ইউনিভার্সাল এলপি গ্যাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, হারুন ( ২৫), এমরান (২১), শাহাদাত (২৩), মোহাম্মদ শরীফ (২৩), মানিক ( ২২) ও মিমাংশু (৩০)। এদের মধ্যে হারুনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।
 
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (ওসি) মাহফুজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান,
আহতদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা জানাতে পারেননি তিনি।

যোগাযোগ করা হলে ফেনী আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সারোয়ার আলম জানান, হারুন ছাড়া বাকিরা আশঙ্কামুক্ত। তাদের শরীরের ১০ শতাংশের মতো পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬/আপডেট: ১৮১৫ ঘণ্টা/আপডেটেড: ১৯১৭
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।