ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাভারে ৫ মাদকসেবীকে আটক, গণপিটুনি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
সাভারে ৫ মাদকসেবীকে আটক, গণপিটুনি

সাভার(ঢাকা): নেশা করতে বাধা দেওয়ায় সাভারে এক বৃদ্ধাসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে মাদক সেবীরা। পরে এ ঘটনায় পাঁচ মাদকসেবীকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।



মঙ্গলবার (০৪ জানুয়ারি) বিকেল সাভারের হেমায়েতপুর এলাকায় এঘটনা ঘটে।

আটক পাঁচ মাদকসেবীরা হলেন- আলামিন (১৯) রাব্বি (১৯) মোহাম্মদ আলি (১৪) ছানু (২১) মহসিন (২১)।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হেমায়েতপুর এলাকায় আব্দুল হালিম নামের এক বৃদ্ধার খালি ঘরে মাদক সেবন করতে যায় পাঁচ যুবক। বৃদ্ধা তার ঘরে মাদক সেবন করতে বাধা দিলে তারা চলে যান। বিকেলে ওই বৃদ্ধা হেমায়েতপুর বাসষ্ট্যান্ড গেলে আগে থেকে ও‍ঁৎ পেতে থাকা পাঁচ যুবক ওই বৃদ্ধাকে আটক করে এলোপাথারী পিটিয়ে জখম করে।

এসময় ওই বৃদ্ধাকে পথচারীরা বাঁচাতে আসলে মাদক সেবীরা আরও কয়েকজনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।

পরে বিষয়টি জানাজানি হলে বিকেলে ওই পাঁচ যুবককে হেমায়েতপুরের কুলাশু চক থেকে আটক করে এলাকাবাসী। এসময় এলাকাবাসী পাঁচ যুবককে গণপিটুনি দেন।

আটকদের সাভার মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আহতদের হেমায়েতপুর এলাকার জামাল ক্লিনিকে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে। আটকরা মাদকসেবীরা হেমায়েতপুর এলাকার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা,জানুয়ারি ০৪,২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।