ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী ফজলুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।



এ সময় জেলা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, গাজী আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, গাজী খ.ম আখতার প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে জেলা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

৩০ ডিসেম্বর পৌর নির্বাচন চলাকালে ভোট জালিয়াতির প্রতিবাদ করায় থানা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী ফজলুর রহমানকে মারপিট করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।