ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খালেদা জিয়ার নামে ভুয়া ফেসবুক পেজ!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
খালেদা জিয়ার নামে ভুয়া ফেসবুক পেজ!

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে উল্লেখ করে এই পেজের প্রচারণা সম্পর্কে সর্ব সাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

মঙ্গলবার (৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান রিজভী আহমেদ।

বিবৃতিতে তিনি বলেন, ‘সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে ফেসবুকে একটি পেজ খুলে  (BNP Begum Khaleda Zia) প্রচার করা হচ্ছে যে এটি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে পরিচালনা করা হচ্ছে।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে  যে, গুলশান কার্যালয়ের কোন কর্মকর্তা এই পেজের সাথে সংশ্লিষ্ট নয়। পেজটির ইইউআরএল এড্রেস হচ্ছে :   https://www.facebook.com/begumziaBNP// বিএনপির সকল নেতা-কর্মী এবং সমর্থকদের ফেসবুক পেজটি সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে’ ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।