ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ২১৩টি মামলায় বিভিন্ন সময়ে জব্দকৃত ৩৫ লাখ টাকার মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলি এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অাদালতের নতুন ভবনের সামনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।



এ সময় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অালামত ধ্বংস/নিলাম সংক্রান্ত কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সদস্য সচিব সানজিদা অাফরিন দীবা ও সদস্য শরাফ উদ্দিন অাহমেদসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অাদালত সূত্র জানায়, ধ্বংসকৃত মাদকের মধ্যে ২ হাজার ৭৮৫ পিস ইয়াবা, ২৭২ কেজি গাঁজা, ৯৫১ বোতল ফেনসিডিল, ৯৪৩ বোতল হুইস্কি, ১৯৭ বোতল ভারতীয় এস্কফ সিরাপ, ৯৭ বোতল এরিকফ, ৭৬ বোতল বিয়ার, ৫৫ বোতল অ্যালকোহল, ৪৮ বোতল মিস্কফ, ৩৬৩ লিটার চোলাই মদ ও ৪৩ লিটার ভদকা ছিল। এসবের মূল্য ৩৪ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।