ঢাকা: রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক সায়েদুজ্জামানকে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। মোবাইলে দেওয়া হুমকিতে ৫ লাখ টাকা দাবি করা হয়েছে।
আর এ চাঁদার টাকা পরিশোধ করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে সাত দিন। এর মধ্যে টাকা দেওয়া না হলে তাকে যে কোনো স্থানে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।
সায়েদুজ্জামান বাংলানিউজকে জানিয়েছেন, মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ০১৬৮৬-৮৭৮৯২৩ ও ০১৮১১-৮২৪৭৪২ নম্বর থেকে তার মোবাইলে দু’টি কল আসে। ফোন রিসিভ করতেই তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
ওই হুমকির পর থেকে ভয়ে তিনি ব্যবহৃত মোবাইলটি বন্ধ করে রেখেছেন। স্ত্রী ও দু’মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
এসআই/আইএ