নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ী আশরাফুল আলম বাবু হত্যা মামলার প্রধান আসামি রফিক ও তার ছোট দুই ভাইসহ ৪ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এ আদেশ প্রদান করেন।
তাদের ৪ জনের গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য বুধবার (৬ জানুয়ারি) বিকেলে কোর্ট থেকে এ আদেশ ফতুল্লা মডেল থানায় পাঠানো হয়েছে।
কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
পলাতক আসামিরা হলেন- রফিক, ডালিম, চঞ্চল ও আব্দুল মজিদের ছেলে রকি। তাদের সবার বাড়ি ফতুল্লার টাগারপাড় এলাকায়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ জুলাই টাগারপাড় এলাকায় ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করেন আসামিরা। এ ঘটনায় তোফাজ্জলের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
আরএম