রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক মাদকসেবীকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।
বুধবার (০৬ জানুয়ারি) বিকেলে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনীরুজ্জামান ভূঁঞা এ আদেশ দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে সকালে পুলিশি অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনীরুজ্জামান ভূঁঞা বলেন, আটকের পর ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এক মাদকসেবীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে তানোর উপজেলা সদরের পৌর এলাকার ঠাকুরপুকুর গ্রামের মাদক ব্যবসায়ী টিটন ইসলামকে (৩৫) তিন মাস, পাঁচন্দর গ্রামের মাদক ব্যবসায়ী জয়নালকে (৩৮) তিন মাস, মুণ্ডুমালা এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী জয়নাল ইসলামকে (৫০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ভরত কুমার দাস নামের এক মাদকসেবীকে (৪৫) পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
এসএস/জেডএস