ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জুরাইনে চুলার আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
জুরাইনে চুলার আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর জুরাইনের একটি বাসায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ শিশু রনির (১০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও চার সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রনির মৃত্যু হয়। তার শরীরে ৪০ শতাংশ বার্ন ছিল।

অন্য দগ্ধরা হলেন, মো. আবুল কালাম আজাদ (৪৬), তার স্ত্রী জেসমিন বেগম (৩৫), ভাতিজি শারমিন (২২) এবং আরও একজন।

গত শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জুরাইনের পোস্তগোলার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। ঢামেকে চিকিৎসাধীন জেসমিন জানান, রান্না ঘরে তার স্বামী সিগারেট জ্বালাতে গেলে চুলার লাইনে বিস্ফোরণ ঘটে। এতে বাসায় আগুন ধরে যায়। প্রতিবেশীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

জানা যায়, দগ্ধদের মধ্যে আজাদের শরীরের ৬০ শতাংশ, আজাদের স্ত্রী জেসমিনের ৩৮ শতাংশ এবং আজাদের ভাতিজির শরীরের ৩৫ শতাংশ ঝলসে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।