ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে শিক্ষকসহ বহিষ্কার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
দৌলতপুরে শিক্ষকসহ বহিষ্কার ৬

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে এক শিক্ষকসহ ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

শুক্রবার (২৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার জয়রামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা যায়, বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার পাঁচ পরীক্ষার্থী ও কক্ষের দায়িত্বে থাকা শিক্ষক সাইদুর রহমানকে বহিষ্কার করেন।

এ সময় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।