ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে ইট মাথায় পড়ে কৃষকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ধুনটে ইট মাথায় পড়ে কৃষকের মৃত্যু

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে একটি ইট মাথায় পড়ে খোরশেদ আলম (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

খোরশেদ আলম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খুকশিয়া গ্রামের মৃত. জব্বার আলীর ছেলে।

নিহতের ছেলে বাবুল ইসলাম জানান, বিকেলে তার বাবা সোনামুখি-পিপুলবাড়িয়া সড়কের পশ্চিম খুকশিয়া এলাকায় নির্মানাধীন সেতুর বাইপাস হয়ে বাড়ি ফিরছিলেন। এসময় সেতুর ওপর থেকে এক কিশোর একটি ইট বাইপাস সড়কে ফেলে দেয়। ইটটি খোরশেদ আলমের মাথায় এসে পড়ে। এতে অচেতন হয়ে যান তিনি। তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরুন্নাহার পারভীন নাইচ জানান, মাথায় প্রচণ্ড আঘাতের কারনে খোরশেদ আলমের মৃত্যু হয়েছে।  

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর থানা এলাকায়। তাই ওখানকার পুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬  
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।