ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে ৫শ’ বোতল ফেনসিডিল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
যশোরে ৫শ’ বোতল ফেনসিডিল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর সদর উপজেলায় ৫শ’ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।  

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১২টার দিকে যশোর-বেনাপোল সড়কের সদর উপজেলার গাজীর দরগাহ্  এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় র‌্যাব-৬ (যশোর) ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়- রাতে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগা ফিলিং স্টেশন এলাকায় বেনাপোল থেকে আসা (যশোর ট-১১-২৫৭৮) একটি ট্রাক থামানো হয়। এ  সময় ট্রাকে থাকা লাভলু(৪৮) ও হাসান (৩৫) ট্রাক ফেলে পালিয়ে যান।

পরে ট্রাক থেকে তিন বস্তায় ৪৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক দুইজনকে  আসামি করে র‌্যাব বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ইউজি/পিসি    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।