ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বেচ্ছায় রক্তদাতা দিবসে রায়পুরে র‌্যালি ও আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
স্বেচ্ছায় রক্তদাতা দিবসে রায়পুরে র‌্যালি ও আলোচনা

লক্ষ্মীপুর: স্বেচ্ছায় রক্তদাতা দিবসে লক্ষ্মীপুরের রায়পুরে র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

বুধবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রায়পুর ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়।

ৠালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাইম ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহেলা জাহান শিমু, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জাকির হোসেন ও রায়পুর ক্লাবের সভাপতি মারুফ বিন জাকারিয়া প্রম‍ুখ।

পরে ইউএনও দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় বক্তারা বলেন-১৮ বছর বয়স হলে তিন মাস পর পর রক্তদান করলে মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না। এতে বিভিন্ন উপকার হয়। এ রক্তে অন্যের জীবনও বাঁচে। এজন্য মানুষকে সচেতন হতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।