ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চারঘাটে ৪ জেলের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
চারঘাটে ৪ জেলের জরিমানা

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে চার জেলের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- উপজেলার চন্দনশহর গ্রামের আসাদুল হক (৩৫), একই গ্রামের আহাদুজ্জামান (৩৮), বাবলু (৩২) ও রাওথা গ্রামের রিপন আলী (৪২)।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল খালেক বাংলানিউজকে জানান, মঙ্গলবার (০১ নভেম্বর) রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার দায়ে চার জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬

এসএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।