ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় ২ চরমপন্থি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
মাগুরায় ২ চরমপন্থি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

মাগুরা: মাগুরায় চরমপন্থি নেতা রওশন ও আবদুস ছাত্তার হত্যার ২৬ বছর পর অপর দুই চরমপন্থিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসাইন এ রায় দেন।

সাজার আদেশপ্রাপ্তরা হলেন-সদরের নওয়াপাড়ার চরমপন্থি নেতা আমানত ও তার সহযোগী ছাচানী গ্রামের আবু কালাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমান জানান, চরমপন্থি রওশন মোল্যা ও তার সঙ্গী আব্দুস ছাত্তারের সঙ্গে আমানত ও তার সহযোগী আবু কালামের
বিরোধ ছিল। ১৯৯০ সালের ২১ ডিসেম্বর বিরোধ মীমাংসার কথা বলে রওশন ও আব্দুস ছাত্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আমানত ও কালাম। পরদিন সকালে পার্শ্ববর্তী মালঞ্চী গ্রামের মাঠে রওশনের মস্তক বিচ্ছিন্ন ও আব্দুস ছাত্তারের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। পরদিন রওশনের স্ত্রী ভানু বিবি বাদী হয়ে নয়জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক বুধবার আমানত ও আবু কালামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ  দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়। সাজার আদেশপ্রাপ্তদের মধ্যে আমানত নব্বই দশকে খুন হন। আর আবু কালম পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।