ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মোরেলগঞ্জে ৪ দোকান মালিককে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
মোরেলগঞ্জে ৪ দোকান মালিককে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে চার মুদি দোকানের মালিককে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার দৈবজ্ঞহাটি বাজারে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এ জরিমানা করেন।

তিনি জানান, দৈবজ্ঞহাটি বাজারে কয়েকটি দোকানে বিক্রির জন্য প্রচুর পরিমাণ পলিথিন মজুদ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালানো হয়।

এ সময় বাজারের চারটি দোকান থেকে প্রায় ১৪ কেজি পলিথিন, মেয়াদোত্তীর্ণ পানীয়, বিস্কুট ও চানাচুর উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার দোকান মালিককে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।