ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক মামলায় ২ ব্যক্তির কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
বরিশালে মাদক মামলায় ২ ব্যক্তির কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদক মামলায় দুই ব্যক্তিকে সাত বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (০২ নভেম্বর) বিকেলে বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর কেডিসি বালুর মাঠ কলোনির বাসিন্দা মৃত তোজাম্বর আলী সিকদারের ছেলে আব্দুর রহিম সিকদার ও বাকেরগঞ্জ উপজেলার রুপারজোর গ্রামের বাসিন্দা এ‌কিন আলী আকনের ছেলে মুনসুর আলী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল নগরীর শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) ইন্টার্নি ডক্টরস হলের সামনে অভিযান চালায় ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর একটি দল।

এসময় সেখান থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মশিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারা খাতুন দুইজনকে অভিযুক্ত করে একই বছরের ২৮ মে চার্জশিট জমা দেন।

পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিকেলে বিচারক এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এমএস/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।