ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগোয়া গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আগোয়া গ্রামের ইউপি সদস্য সোহেল আহমদ ও বদরুল আলমের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সোহেল আহমদ ও বদরুল আলমের ছেলেসহ শিশুরা মাঠে খেলাধূলা করছিল। তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় তাদের অভিবাবকরা খবর পেয়ে সেখানে গেলে তাদের মধ্যে এ নিয়ে ‍কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের কয়েকজন টেঁটাবিদ্ধসহ কম-বেশি ৪০ জন আহত হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।