ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশের অভ্যন্তরে কোনো জঙ্গিকে আশ্রয় দেওয়া হবেনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
দেশের অভ্যন্তরে কোনো জঙ্গিকে আশ্রয় দেওয়া হবেনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের অভ্যন্তরে কোনো জঙ্গিকে আশ্রয় দেওয়া হবেনা। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাংলা মানুষ আজ জঙ্গি দমনে এগিয়ে এসেছে।

বুধবার (০২ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ২ নং যশলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী ভবন নির্মাণের কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে দেশে কোনো বিশৃঙ্খলা হচ্ছেনা, সামনেও হবেনা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী আবু সাইয়িদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, এএসপি সার্কেল শামসুজ্জামান বাবু, লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক, টেলিভিশন ব্যক্তিত্ব মতিউর রহমান মাইকেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।