ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

একরাম হত্যা মামলার ১৯ তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
একরাম হত্যা মামলার ১৯ তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

ফেনী: ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের ১৯ তম সাক্ষী আনোয়ার হোসেন আজাদের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

বুধবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ভারপ্রাপ্ত ফেনী জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা তার সাক্ষ্যগ্রহণ করেন।

আদালত আগামী ১৭ নভেম্বর অপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘গ্রেফতার আসামিদের মধ্যে ১২ জন আসামি আদালতে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

তিনি আরও জানান, ‘মামলার ৫৬ জন আসামির মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী মোট ৪৬ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩৫ জন ফেনী কারাগারে, ৪ জন কুমিল্লা কারাগারে ও ৭ জন জামিনে রয়েছেন। ’

ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে ২০১৪ সালের ২০ মে ফেনী সদরের একাডেমি এলাকার অধূনালুপ্ত বিলাসী সিনেমার সামনে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।