ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জঙ্গিরা যত শক্তিশালীই হোক আইনের আওতায় আনা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
জঙ্গিরা যত শক্তিশালীই হোক আইনের আওতায় আনা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেছেন জঙ্গিরা যত শক্তিশালীই হোক তাদের আইনের আওতায় আনা হবে। কোন অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না।

বুধবার (২ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এসএম মনিরুজ্জামান বলেন, কুষ্টিয়ার হোমিও চিকিৎসক হত্যার ঘটনায় ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকীদেরও সনাক্ত করা হয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এর আগে চুয়াডাঙ্গা শহরে আনুষ্ঠানিক ক্লোজ সার্কিট ক্যামেরার উদ্বোধন করেন খুলনা রেঞ্জ পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার রশীদুল হাসান, মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফী উল্লাহ, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী ও জামান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থপনা পরিচালক আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।