ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেও বহাল সিবিএ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেও বহাল সিবিএ নেতা ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাধারণ বীমা করপোরেশন কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচন নিয়ে হট্টগোলের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের পরও বহাল রয়েছেন প্রতিষ্ঠানের কর্মচারী শাহজাদুল হক শাহিন।

সাধারণ বীমা কর্পোরেশনের আওতাধীন শ্রমিক সংগঠন সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।

সংগঠনটির কার্যকরী পরিষদের মেয়াদ গত ১০ জুলাই শেষ হয়। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগেই কার্যকরী কমিটির সভা আহ্বান করে নির্বাচনের তারিখ ঘোষণার কথা থাকলেও ৫ মাস যাবত তালবাহানা শুরু করেন নেতারা।

এ অবস্থায় গত ২৬ অক্টোবর সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের (সিবিএ) কার্যালয়ে গিয়ে সাধারণ কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করলে হট্টোগোল সৃষ্টি হয়। এ সময় দেয়ালে টানানো প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ফেলে দেন ইউনিয়নের নেতা শাহজাদুল হক শাহিন। তিনি ওই কমিটির কোষাধ্যক্ষ।

ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ইউনিয়নের নেতারা। এ ঘটনার একটি ভিডিও বুধবার (০২ নভেম্বর) প্রকাশ পেয়েছে।

এতে দেখা যায়, শ্রমিক-কর্মচারীদের হট্টগোলের এক পর্যায়ে দেওয়ালে টানানো প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ফেলে দেন শাহজাদুল হক শাহিন।

এ বিষয়ে জানতে চাইলে সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বাংলানিউজকে জানান, এ বিষয়ে তদন্ত করছে করপোরেশন। তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেওয়া হবে। এর বেশিকিছু বলা সম্ভব নয় বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের এক নেতা জানান, ইউনিয়নের রেজিস্ট্রার্ড গঠনতন্ত্রের ২৪ ধারা অনুযায়ী কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগেই কার্যকরী কমিটির সভা আহ্বান করে নির্বাচনের তারিখ ঘোষণার কথা থাকলেও ৫ মাস যাবত তালবাহানা শুরু করে কমিটি। মূলত মেয়াদের কার্যকরী পরিষদ অসৎ উদ্দেশে পরিষদ পরিচালনা করছে বলে অভিযোগ করা হয়েছে।

যোগাযোগের চেষ্টা করা হলেও সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক বেগম শামিম আক্তারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসই/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।