ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে ৭ কারারক্ষীকে প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
যশোরে ৭ কারারক্ষীকে প্রত্যাহার

যশোর: যশোর কেন্দ্রীয় কারাগারে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাঞ্ছিতের ঘটনায় সাত কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (০২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


 
কারারক্ষীরা হলেন- মাসুম বিল্লাহ, সাগর, ফারুক, শহিদুল্লাহ, হিরণ, লিয়াকত ও হুসাইন। এদের বিরুদ্ধে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী কয়েকজন হাজতির সঙ্গে দেখা করতে যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। এ সময় কারাগারের মূল ফটকে দায়িত্বরত কারারক্ষীদের বিভিন্ন জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে লাঞ্ছিত করা হয়।

সংশ্লিষ্টরা বিষয়টি জানার পর ওই সাত কারারক্ষীকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। পরে ডেপুটি জেলার শহিদ হাসান আলীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
ইউজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।