ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অভয়নগরে ডিবি পরিচয়ে ৪ জনকে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
অভয়নগরে ডিবি পরিচয়ে ৪ জনকে আটক

যশোর: যশোরের অভয়নগরে মণিশান্ত রায় (৪৫) নামে এক ইউপি সদস্যসহ চার জনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে জানা গেছে।

বুধবার (০২ নভেম্বর) দুপুরে টেকারঘাট এলাকার মণিশান্ত রায়ের বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘প্রেমাশিস চিংড়ি ডিপো’ থেকে তিন কর্মচারীসহ তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

পরে পরিবারের লোকজন ডিবি কার্যালয়, থানা ও আদালতে খোঁজ নিলেও তাদের সন্ধান পায়নি।

এলাকাবাসী জানায়, প্রেমাশিস চিংড়ি ডিপোতে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় প্রতিষ্ঠানটির মালিক ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মণিশান্ত রায়, তার কর্মচারী মিলন রায় (২৫), আনিচুর রহমান (২৪) ও সুশান্ত রায়কে (২৫) ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হয়।
এ সময় এক মণ চিংড়িও জব্দ করা হয়। পরে এ ব্যাপারে পরিবারের লোকজন ডিবি কার্যালয়, থানা ও আদালতে খোঁজ নিলেও তাদের সন্ধান পায়নি।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বাংলানিউজকে বলেন, আমরা এমন কোনো অভিযানে যাইনি।

অভয়নগর থানার ওসি আনিছুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী ওই ইউপি সদস্যকে আটক করেছে এমন কোনো তথ্য তার কাছে নেই।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
ইউজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।