ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
মেহেরপুরে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ

মেহেরপুর: মেহেরপুরে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে রাবেয়া খাতুন (৫০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাবেয়া খাতুন সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের ঘটন আলীর স্ত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে ওই নদীতে গোসল করতে যান রাবেয়া খাতুন। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে যান। নদীর পাশে তার কাপড় দেখতে পেয়ে নদীতে জাল ফেলে তাকে খোঁজাখুঁজির চেষ্টা করেন। স্থানীয়ভাবে খোঁজাখুঁজির পর না পেয়ে পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলে খবর দেওয়া হয়।

সকাল ১১টার দিকে খুলনা থেকে জীবন সরকারের নেতৃত্বে চার সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।