ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
পবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: জেল হত্যা দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় চার নেতার পলাতক খুনীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

 

‍ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলার পাদদেশে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আনিসুজ্জামান আনিস, সাধারণ সম্পাদক মো. রায়হান আহমেদ রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাহরিয়ার মিল্টন, মো. রাকিবুল ইসলাম, মো. মোসায়দুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস আহমেদ প্রমুখ।

এ সময় অবিলম্বে পলাতক খুনীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।