ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় নৌকা বাইচ প্রতিযোগিতা ও সাকো উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
বরগুনায় নৌকা বাইচ প্রতিযোগিতা ও সাকো উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনায় নৌকা বাইচ প্রতিযোগিতা ও সাকো উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলঝুড়ি খালে নৌকা বাইচ প্রতিযোগিতায় তিনটি বাইচ অংশ নেয়।

এ  প্রতিযোগিতায় আলাউদ্দিনের বাইচটি প্রথম স্থান অধিকার করে।

একই সঙ্গে ৭ নম্বর সরিষামুড়ি ও ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের সংযোগ স্থলের সাকো উদ্বোধন করা হয়।

বেতাগী সরিষামুড়ি সাকো ক্লাবের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কাজী আবুল হাশেমের সভাপতিত্বে নৌকা বাইচ ও সাকো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. জাহাঙ্গীর কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন, সাকোর নির্বাহী পরিচালক ও এনজিও ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক কাজী সোয়েব ফকরুল, ১ নম্বর ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইলিয়াছ হোসেন, ২ নম্বর গৌরিচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান শাহীন, গৌরিচন্না সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন।

নৌকা বাইচ দেখতে খালের দুপারে অসংখ্য দর্শনার্থী ভিড় করেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।