ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় কারখানা মালিককে ২ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
পাথরঘাটায় কারখানা মালিককে ২ হাজার টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা কাঠ দিয়ে কয়লা তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিককে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, পাথরঘাটার রায়হানপুর উপজেলার উত্তর কাকচিড়া এলাকায় পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বনবিভাগের সৃজিত সামাজিক বনায়নের মধ্যে স্থানীয় বাসিন্দা ফজলুল হক বন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধভাবে কাঠ দিয়ে কয়লা তৈরি করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ফজলুল হক সরদার কোন ছাড়পত্র দেখাতে না পারায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং একদিনের মধ্যে চুল্লি ধ্বংস ও কাঠ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।