ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
নেত্রকোনায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি জেলা শাখার আয়োজনে নেত্রকোনায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের পাবলিক হল মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমিতির জেলা শাখার আহ্বায়ক শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সমিতির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ড. মহীউদ্দিন খান আলমগীর (এমপি)।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব আলহাজ মুনসুর আলী।

বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে. রিয়াজ উদ্দিন প্রমুখ।

সমিতির জেলা শাখার আহ্বায়ক শাহনাজ বাংলানিউজকে জানান, কমিটিতে শিক্ষক ছাইদুর রহমানকে সভাপতি, আজিজুল হককে সাধারণ সম্পাদক ও মো. মানিক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।