ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘ইংল্যান্ড দেখে গেলো টাইগারের হুংকার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
‘ইংল্যান্ড দেখে গেলো টাইগারের হুংকার’

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমরা যে পারি তা তো ক্রিকেট খেলায় দেখালাম। মাত্র তিন দিনের মধ্যে খতম।


 
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি ও সাফল্য তুলে ধরতে গিয়ে ক্রিকেটের উন্নতি প্রসঙ্গে এ কথা বলেন তিনি।
 
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের স্মরণ সভায় সভাপতির বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী।
 
তিনি বলেন, “মাত্র তিন দিনের মধ্যে গুটিয়ে নিতে হলো ইংল্যান্ডকে। তারাও দেখলো বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগাররা কেমনভাবে হুংকার দিতে পারে। ”
 
“আর বিজয় আনতে পারি। আমরা যে পারি এটাও তার একটা নমুনা। ”
 
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আজকে যে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু করেছি সেটা অব্যহত রেখে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। ”
 
“আজকে বাংলাদেশ স্বাধীনতার চেতনায়, উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আমরা চাই সারাবিশ্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠুক। ”
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এমইউএম/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।