ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে সৈয়দ হক স্মরণে নাগরিক সভা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
কুড়িগ্রামে সৈয়দ হক স্মরণে নাগরিক সভা 

কুড়িগ্রাম: ‘আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে/আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে/আমি যে এসেছি...’ এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে সৈয়দ শামসুল হক স্মরণে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে সব্যসাচী লেখক কুড়িগ্রামের কৃতি সন্তান কবি সৈয়দ শামসুল হককে নিয়ে এ নাগরিক স্মরণ সভার আয়োজন করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন-কবি পত্নী সৈয়দ আনোয়ারা হক, কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক, পুত্রবধূ বাবিহা চৌধুরী, কবি পরিবারের চিত্রশিল্পী ওয়াদুদ কাফিল, ভাস্কর জাহানারা পারভিন, জিনা আরিফিন খান, কবিরুল ইসলাম চৌধুরী, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক ডা. মাকদুমা নার্গিস রত্না প্রমুখ।  

কুড়িগ্রামের প্রবীণ আইনজীবী কে এস আলী আহমেদের সভাপতিত্বে নাগরিক স্মরণ সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।

সৈয়দ শামসুল হক স্মরণ সভা আয়োজক পরিষদ আলোচনা, স্মৃতিচারণ, নিবেদিত আবৃত্তি ও গানের মধ্য দিয়ে সব্যসাচী লেখককে স্মরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।