ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয় না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
বিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয় না

বরিশাল: বিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয় না। নিকাহ রেজিস্ট্রার কোনোভাবেই নির্ধারিত বয়সের নিচে কারো বিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে না।

 

বাল্যবিয়ে রোধের লক্ষ্যে শনিবার (৫ নভেম্বর) সকালে বরিশালের উজিরপুর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আব্দুল হালিম একথা বলেন।  

এসময় তিনি আরো বলেন, কোনো অজুহাতেই বাল্যবিয়ে দেওয়া যাবে না। নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করাটা আইনসম্মত নয়। গর্ভবতী, আপত্তিকর অবস্থায় ধরা পড়া, অসহায় গরীবের অজুহাতে কোনোভাবেই ১৮ বছরের নিচে মৌখিক নিকাহ বা রেজিস্ট্রি করা যাবে না।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝুমুর বালার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আ. মজিদ সিকদার বাচ্চু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমএস/এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।