ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হোসি কুনিও হত্যাকারীর প্রশিক্ষকসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
হোসি কুনিও হত্যাকারীর প্রশিক্ষকসহ গ্রেফতার ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও এবং খাদেম রহমতুল্লাহ'র হত্যাকারীদের প্রশিক্ষকসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (৬ নভেম্বর) রংপুরের শাহাবাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

যাদের গ্রেফতার করা হয়েছে- পীরগাছা উপজেলার দুর্গাচরণ গ্রামের জয়েন উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৫), পশুয়ার খা পাড়ার ইসমাইল হোসেনের ছেলে আল আমিন (২০), টাঙ্গাইল পাড়ার হাবিবর রহমানের ছেলে এরশাদ মিয়া (২৮) এবং একই গ্রামের মনতাজুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২০)।  

এদের মধ্যে বেলাল হোসেন হোসি কুনিও এবং খাদেম রহমতুল্লাহ'র হত্যাকারীদের প্রশিক্ষক ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।

তিনি জানান, বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার জন্য রংপুর সদর উপজেলার শাহাবাজপুরের একটি পরিত্যাক্ত ইটভাটায় গোপন বৈঠক করছিল ওই জেএমবি সদস্যরা। এ সময় সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে তারা। এতে পুলিশের চার সদস্য আহত হন।

পরে ঘটনাস্থল থেকে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি শাটারগান, চারটি ককটেলসহ বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করে পুলিশ।  

আহত পুলিশ সদস্যরা হলেন- মামুন মিয়া, খালেক, আসাদ।

এর আগে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।