ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

২ দিন পর বরগুনায় ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
২ দিন পর বরগুনায় ফেরি চলাচল শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বঙ্গোপসাগরে নিম্নচাপের (নাডা) প্রভাবে দুইদিন বন্ধ থাকার পর বরগুনার পুরাকাটা-আমতলী ও বরইতলা-কাকচিড়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (৬ নভেম্বর) সকাল ৬টায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার (৪ নভেম্বর) সকাল থেকে বরগুনা-ঢাকা, আমতলী-ঢাকা রুটে ফেরি ও লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এতে নদীর দুই পাশে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া বৃষ্টির কারণে উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। তলিয়ে গেছে যায় জেলার অর্ধশতাধিক পুকুর ও ঘের। এতে প্রায় ৪০ লাখ টাকার মাছ ভেসে গেছে বলে জানান চাষিরা।

নিম্নচাপের ফলে নদী ও সাগর উত্তাল থাকায় সব ধরনের মাছ ধরা ট্রলারসহ ছোট ছোট নৌযানকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। রোববার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় যথারীতি ফেরি পারাপার শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।