ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

বরিশাল: আবহাওয়া অনুকূলে থাকায় বরিশালের অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল করছে স্বাভাবিক নিয়মে।

রোববার (৬ নভেম্বর) সকাল ৯টায় লঞ্চ চলাচল শুরু হয়।

বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, দুর্যোগ কেটে যাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটগুলোতে ৬৫ ফুট বা এর চেয়ে বড় লঞ্চগুলো চলাচল করছে। তবে এখনো বরিশালের অভ্যন্তরীণ নদী বন্দরে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া দুই নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল থাকায় ৬৫ ফুটের নিচে সব লঞ্চ  চলাচল বন্ধ রয়েছে। একই কারণে এমএল লিমা-২ ও এমএল বিসমিল্লাহ নামে ছোট দু’টি লঞ্চ বরিশালেই নোঙর করে রাখা হয়েছে।

এদিকে, সকালে বরিশালের আকাশের মেঘাচ্ছন্ন ভাব কেটে গেছে। নেই বৃষ্টিও।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এমএস/আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।