ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে ট্রাকচাকায় যুবক নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
পার্বতীপুরে ট্রাকচাকায় যুবক নিহত

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাকের চাকায় রেজাউল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) সকালে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর উপজেলার শেরপুর দোতলা মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

রেজাউল উপজেলার হাবড়া ইউনিয়নের পূর্বঢাকুলা কাপাসিকোপা গ্রামের সোলায়মান প্রামাণিকের ছেলে। তিনি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্মাণাধীন তৃতীয় ইউনিটের (২৭৫ মেগাওয়াট) একজন শ্রমিক।

হাবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামান সরকার বাংলানিউজকে জানান, সকালে বাইসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন রেজাউল। পথে শেরপুর দোতলা মসজিদ মোড়ে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফেরদৌস বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি আটক করে হাবড়া ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। তবে আগেই এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।