ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাসিরনগর হামলাস্থল পরিদর্শনে সেক্টর কমান্ডারস ফোরাম প্রতিনিধিদল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
নাসিরনগর হামলাস্থল পরিদর্শনে সেক্টর কমান্ডারস ফোরাম প্রতিনিধিদল

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠির ওপর সম্প্রতি যে হামলা হয়েছে তাতে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ চরম ভাবে উদ্বিগ্ন।

ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবারগুলির প্রতি সহমর্মীতা জানাতে এবং হামলাকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ফোরামের একটি প্রতিনিধিদল রোববার (০৬ নভেম্বর) ঢাকা থেকে রওয়ানা দিয়ে সকাল ১১টায় নাসিরনগর পৌঁছায়।

 

দলটির নেতৃত্ব দিচ্ছেন ফোরামের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম সফিউল্লাহ এবং সংগঠনের মহাসচিব মুক্তিযোদ্ধা, লেখক ও কলামিস্ট হারুন হাবীব। বিশিষ্ট মুক্তিযোদ্ধারা এবং ফোরামের কেন্দ্রীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতারা এ প্রতিনিধি দলে যুক্ত হবেন।

হামলাকবলিত স্থান পরিদর্শন শেষে প্রতিনিধি দলের নেতারা ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।