ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

এম আর খানের শূন্যতা অপূরণীয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
এম আর খানের শূন্যতা অপূরণীয়

জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে: জাতীয় অধ্যাপক ড. এম আর খানের শূন্যতা অপূরণীয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী।

রোববার (০৬ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনারে ড. এম আর খানের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।

আরেফিন সিদ্দিকী বলেন, শিশুদের চিকিৎসার ক্ষেত্রে অবদানে এম আর খান ছিলেন এক নাম। যে নামে তাকে শুধু বাংলাদেশ নয়, বর্হিবিশ্বেও পরিচিত ছিলেন। কিন্তু তার এই অকালে চলে যাওয়া সত্যিই কষ্টের।

তিনি বলেন, জাতীয় অধ্যাপক এম আর খান নিজেকে প্রমাণ করেছেন তিনি কি? আর তার মধ্যে কি ছিলো? তাই আমাদের নতুন প্রজন্ম, যারা ভবিষ্যতে চিকিৎসক হবেন, তাদেরও সেটা প্রমাণ করতে হবে। শুধু তাই নয়, এম আর খানের স্মৃতিচারণ করেই তাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এম আর খান অতি সধারণ মানুষ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি একদিন তার চেম্বারে গেলাম। তার সাথে আমার কথা হলো, তখন বুঝতে পারলাম। আসলে তিনি কতোটা সাদামাটা জীবন যাপন করতেন। ’

শনিবার (০৫ নভেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসজে/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।