ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ৪ মোটরসাইকেল চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
বান্দরবানে ৪ মোটরসাইকেল চোর আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (০৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ এ তথ্য জানান।

আটকরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার মরিচ্চা বাজার এলাকার বাসিন্দা আবুল হোসেন (২৪), চট্টগ্রামের সাতকানিয়ার আফজাল নগরের বাসিন্দা ছোটন দাশ (২১), কক্সবাজারের কলাতলী এলাকার বাসিন্দা মো. রাসেল (২০) এবং একই জেলার উখিয়া এলাকার বাসিন্দা রাশেদ (২৫)।

পুলিশ জানায়, গত এক সপ্তাহ ধরে বান্দরবান, চট্টগ্রামের সাতকানিয়া, কেরানিহাট, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। কয়েকদিন আগে গোপন সংবাদের ভিত্তিতে আবুল হোসেন, ছোটন দাশ ও মো. রাসেলকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে একটি ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেলসহ মো. রাশেদকে আটক করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।