ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে নারীর প্রতি সহিংসতা বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
খাগড়াছড়িতে নারীর প্রতি সহিংসতা বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে নারীর প্রতি সহিংসতা ও ভুক্তভোগীদের সহযোগিতা অব্যাহত রাখার লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৬ নভেম্বর) দুপুরে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ইউএনডিপির সহযোগিতায় খাগড়াছড়ি একটি বেরকারি কনভেশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহের সমন্বিত উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অথিতি ছিলেন- পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশিপ্রু চৌধুরী অপু। খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, ইউএনডিপি রাঙামাটির প্রোগ্রাম অফিসার উচিমং মারমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।