ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

এম আর খানের তৃতীয় জানাজা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
এম আর খানের তৃতীয় জানাজা অনুষ্ঠিত ছবি: সুমন

ঢাকা: জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে মিরপুরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে, বেলা সাড়ে ১০টায় পান্থপথের সেন্ট্রাল হাসপাতালে প্রথম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রাঙ্গণে বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতারাসহ সবস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানাতে আসেন শিশু বিশেষজ্ঞ ড. শহীদউল্লাহ, উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রমুখ।

তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে উত্তরায়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি সাতক্ষীরার রসুলপুরে। পথে রাতে যশোরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার সকাল সাড়ে ১০টায় এম আর খানের নিজ গ্রাম রসুলপুরে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে জাতীয় এ অধ্যাপককে দাফন করা হবে।

শনিবার (০৫ নভেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসজে/এসএইচ/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।