ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সার্চ ক‌মি‌টি নি‌য়ে জান‌তে চেয়েছে ইইউ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
সার্চ ক‌মি‌টি নি‌য়ে জান‌তে চেয়েছে ইইউ  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলা‌দেশের নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের প‌রিকল্পনা কী- তা জান‌তে চে‌য়ে‌ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  

‌রোববার (০৬ নভেম্বর) দুপুরে বনানী‌ সেতু ভব‌নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের স‌ঙ্গে বৈঠককালে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পি‌য়ে‌রে মায়াদুন এ আগ্রহের কথা জানান।

 

আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ওবায়দুল কা‌দের‌কে অ‌ভিননন্দন জানা‌তে এ‌সে‌ছি‌লেন তিনি।

এ সময় তা‌দের ম‌ধ্যে আলোচনাকালে নির্বাচন কমিশন গঠন নি‌য়েও কথা হয়। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শে‌ষে বে‌রি‌য়ে ওবায়দুল কা‌দের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।  

তিনি বলেন, পরবর্তী নির্বাচন ক‌মিশন কীভা‌বে গঠন হ‌বে এ বিষ‌য়ে আওয়ামী লী‌গের প‌রিকল্পনা কী-তা জান‌তে চে‌য়ে‌ছেন ইউ‌রোপীয় ইউনিয়‌নের রাষ্ট্রদূত।  

‘আমরা তাকে জানিয়েছি-সং‌বিধান অনুযায়ী রাষ্ট্রপ‌তি সার্চ ক‌মি‌টি গঠন কর‌বেন। সে বিষয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা ক‌রে‌ছেন তিনি (রাষ্ট্রপতি)। ’ 

ত‌বে এই মুহূ‌র্তে আওয়ামী লীগ সংলাপ নি‌য়ে ভাব‌ছে না বলেও জানান ওবায়দুল কাদের।  

বাংলাদেশ সময়: ১৫৩২১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এসএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।