ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বরসহ ১২ যাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বরসহ ১২ যাত্রী বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনা-কেন্দুয়া সড়কের বনুয়াপাড়া এলাকায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বরসহ ১২ জন যাত্রী।

রোববার (০৬ নভেম্বর) দুপুরে ওই এলাকার আবহাওয়া অফিসের সামনে বরযাত্রীবাহী মাইক্রেবাসে এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে পুরো মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ- ৫১১৫৯০) পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর নির্মল চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, মাইক্রোবাসটি বরসহ ১২ যাত্রী নিয়ে কেন্দুয়ার কচিচাঁনপুর গ্রাম থেকে আটপাড়া উপজেলায় কনের বাড়িতে যাচ্ছিল। পথে যাত্রা বিরতির সময় চালকসহ যাত্রীরা গাড়ির বাইরে অবস্থান করছিলেন। এসময় হঠাৎ মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ভাগ্যচক্রে অল্পের প্রাণে বেঁচে যান ওই ১২ জন।

এদিকে ঘটনাস্থল থেকে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন মোস্তফা বাংলানিউজকে জানান, মাইক্রোবাসটি সড়ক থেকে উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।