ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে চলছে কঠিন চীবর দানোৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
খাগড়াছড়িতে চলছে কঠিন চীবর দানোৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব চলছে। প্রবারণা পূর্ণিমা শেষে এই ধর্মীয় উৎসব উদযাপিত হয়।

বিগত বছরের মতো এবারও কঠিন চীবর দান উৎসব উপলক্ষে বিহার প্রাঙ্গণে উষা বন্দনা, সংঘদান, অষ্ট পরিস্কার দান, পঞ্চশীল প্রার্থনা, প্রদীপ পূজা প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়েছে।

ভান্তে কর্তৃক প্রবজ্জা গ্রহণ, পর জন্মে জ্ঞান লাভের উদ্দেশে পিদিমা বা কল্পতরুতে দান করেন ধর্মপ্রাণ নর নারীরা।

খাগড়াছড়ি আর্য বন বিহার, পানছড়ি অরণ্য কুটির, য়ংড বৌদ্ধ বিহার, দীঘিনালা বন বিহারসহ বিভিন্ন বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন হয়েছে।

কঠিন চীবর দানোৎসবকে ঘিরে বিহারগুলোতে মানুষের মিলনমেলা বসে। বৌদ্ধ ধর্মপ্রিয় মানুষ পূন্যের আশায় দলে দলে ছুটে যান বিহারে। উৎসবে পাহাড়িরা ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন।

চীবর দান উৎসবে বৌদ্ধ ধর্মীয় গুরুরা সমবেত দায়ক দায়িকাদের উদ্দেশে ধর্মীয় দেশনা দেন। বৌদ্ধ ধর্মীয় গুরুরা বৌদ্ধ ধর্মের অনুশাসন মেনে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন।


বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।