ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহ কারাগারের জেলারকে কারণ দর্শানোর নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
ঝিনাইদহ কারাগারের জেলারকে কারণ দর্শানোর নির্দেশ

ঝিনাইদহ: ঝিনাইদহ কারাগারের জেলার দিদারুল আলমকে মঙ্গলবার (৮ নভেম্বর) আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৬ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ আদেশ দেন।

আদালতে হাজির হয়ে তাকে কয়েদিদের সঙ্গে খারাপ আচরণ, মারপিট ও আদালতের রিলিজ আদেশ আটকে রেখে পরদিন আসামিদের মুক্তি দেওয়ার অভিযোগের বিষয়ে কারণ দর্শাতে হবে।

আদালত সূত্র জানায়, শনিবার (০৫ নভেম্বর) জুডিসিয়াল কনফারেন্সে জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম কারাগারের জেলারের বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন।

অভিযোগের ভিত্তিতে জেলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না এইমর্মে তাকে মঙ্গলবার(৮ নভেম্বর) সকাল ১০টায় আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

এ ব্যাপারে জেলার দিদারুল আলম বাংলানিউজকে বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ দেওয়া হয়েছে তার কোনো সত্যতা নেই। জেলা কারাগারে এ ধরনের কোনো অপরাধ ঘটে না।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।