ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আয়কর বাড়লে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
আয়কর বাড়লে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: জনগণের টাকায় দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

তিনি বলেন, রাজস্ব যত বাড়বে, দেশ তত উন্নত হবে।

আয়কর বাড়লে দেশ সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে।

রোববার (৬ নভেম্বর) সকাল ১১টায় নাটোরের সিংড়া উপজেলায় দু’দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।  

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকেই আয়কর দিয়ে আসছেন। ব্যক্তিগতভাবে আমিও ১৮ বছর বয়স থেকেই আয়কর দেই। দেশের সচেতন নাগরিকদের আয়কর সংগ্রহে তথ্য প্রযুক্তি বিভাগ কাজ করছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ১৫ কোটি মানুষের দেশ বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সব নাগরিককে আয়কর দেওয়ার জন্য আহবান জানান।

সিংড়া উপজেলা কৃষি ভবনে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলা আইসিটি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস, সিংড়া থানা, হাসপাতাল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ করেন।

এছাড়াও উপজেলার ২০টি ভূমিহীন পরিবারের মধ্যে খাস জমির ডিসিআর হন্তান্তর করেন তিনি। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।