ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
দেবহাটায় সড়ক দুর্ঘটনায় আহত ২০

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সখিপুর মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আয়ুব আলী, চন্দ্র শেখর, আমজাদ হোসেন, মিলন, শাহীন, এনাত তাজুল হক, রতন দাস, অঞ্জন দাস, মাগবুল ও কাকুলীর নাম জানা গেছে। তাদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়।

স্থানীয়রা জানান, কালিগঞ্জ থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সখিপুর মহিলা কলেজ এলাকায় পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।