ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালালে ছুরি হাতে যুবকের হামলা, আহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
শাহজালালে ছুরি হাতে যুবকের হামলা, আহত ৪

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি হাতে অতর্কিত হামলা চালিয়েছেন অজ্ঞাত পরিচয়ে এক যুবক। এ ঘটনায় বিমানবন্দর আমর্ড পুলিশসহ (এপিবিএন) চারজন জখম হওয়ার খবর পাওয়া গেছে।

 

রোববার (০৬ নভেম্বর) সন্ধ্যে সাতটার কিছু পরে বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।

পরে ছুরি হাতে চারজনকে জখম করে বিমানবন্দরের ভেতরে প্রবেশের চেষ্টা করেন তিনি। তবে ওই হামলাকারীর পরিচয় নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) মো. রাফিউল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২১ থেকে ২২ বছর বয়সী এক যুবক ছুরি হাতে বিমানবন্দরের ৬ নম্বর টার্মিনালের সামনে এলোপাতাড়ি আঘাতের চেষ্টা করে। এ ঘটনায় এপিবিএন এর সদস্য, এক আনসারসহ কমপক্ষে চারজন আহত হওয়ার খবর পেয়েছি।

‘হামলাকারী ওই যুবককে আটক করা হয়েছে। নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে কেন তিনি হামলা চালিয়েছেন তা স্পষ্ট নয়। ’

উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) রুহুল আমিন সাগর বাংলানিউজকে বলেন, হামলাকারীরর পরিচয় এখনও স্পষ্ট নয়। তবে বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এ কে ট্রেডার্সের এক কর্মী এ হামলা চালিয়েছেন বলে শোনা যাচ্ছে।

এদিকে আহতসহ আটক ওই যুবককে চিকিৎসার জন্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে  আযম।

গোয়েন্দা সূত্র জানায়, এক ব্যক্তি ছুরি নিয়ে বিমানবন্দর এলাকায় মারামারি শুরু করে। এ নিয়ে বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬, আপডেট: ২০১৯ ঘণ্টা
পিএম/এজেডএস/এসজেএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।