ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় উদ্বিগ্ন ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় উদ্বিগ্ন ভারত

ঢাকা: সম্প্রতি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

রোববার (০৬ নভেম্বর) এক টুইট বার্তায় এ উদ্বেগ প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

এ বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আলাপ করার কথাও বলেছে দেশটি।

সুষমা স্বরাজ বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে আমাদের (ভারতের) উদ্বেগের কথা জানাতে বলেছি’।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
জেপি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।